ট্যাক্স এসেসমেন্ট
এই ফিচারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ট্যাক্সদাতার ট্যাক্সকে এসেসমেন্ট করা হয়। যাতে ট্যাক্সধারীও তার প্যানেল থেকে বুঝতে পারে।
আমাদের শক্তিশালী, অভিযোজিত, সাশ্রয়ী ও সহজেই ব্যবহার উপযোগি করে সিস্টেমটি তৈরী করেছি। সমস্ত জটিলতা নিরসনের মাধ্যমে ট্যাক্স গ্রহন পদ্ধতি সহজ করে দিয়েছি। শুধু ডিট্যাক্স কালেক্টর ব্যবহার করুন এবং শতভাগ ট্যাক্স আদায়ের মাধ্যমে আপনার ইউনিয়ন ও পৌরসভাকে কাংখিত উন্নয়নের মাধ্যমে নিজের কর্মক্ষেত্রে নায়ক হয়ে উঠুন। ডিট্যাক্স কালেক্টর প্রস্তুত । আপনি ?
এ সিস্টেমটি বাংলা হওয়া খুব সহজে ব্যবহার করা যায়। একজন ননটেকনিক্যাল লোকও খুব সহজে ব্যবহার করতে পারেন।
এই সিস্টেমটিতে কিছু অসাধারন ডিজাইন সন্নিবেশিত করা হয়েছে। যাতে খুব সহজেই ব্যবহার বুঝতে পারা সহজ হয়।
এই সিস্টেমটিতে ৩(তিন) ধরণের ব্যবহারকারী ব্যবহার করেন। যেমন- সচিব এডমিন হিসেবে, পরিষদ কর্তৃক নিয়োগকৃত আদায়কারী ও সকল ট্যাক্সদাতাগণ।
এই সিস্টেমটি থেকে এডমিন, তার আদায়কারীকে এবং আদায়কারী সকল ট্যাক্সদাতাকে ক্ষুদেবার্তা পাঠাতে পারেন। তাগাদা এমনকি যেকোন নাগরিক সেবায় ক্ষুদেবার্তা পাঠানো যায়।
এই সিস্টেমটিতে পারিবারিক সদস্য, শিশু, প্রতিবন্ধী ও বেকার তথ্য ছাড়াও ট্যাক্সদাতার সংখ্যা, পরিষদের ধার্য্যকৃত ট্যাক্স, আদায়সহ যাবতীয় বিষয় সন্নিবেশিত।
এই সিস্টেমটির ব্যবস্থাপনা খুবই সহজ। বিভিন্নস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও খুব সহজে ব্যবহারকারীগণ ব্যবহার করতে পারেন।
প্রিয় সাবস্ক্রাইবার, আপনি আমাদের সিস্টেমটি গ্রহণ করতে চাইলে নিচের সহজ নিয়মাবলী দেখে সহজেই গ্রহণ করতে পারেন। গড়ে তুলতে পারেন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক জনবান্ধব প্রতিনিধিত্ব।তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তিই একমাত্র নিবন্ধন করুন।
এই ফিচারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ট্যাক্সদাতার ট্যাক্সকে এসেসমেন্ট করা হয়। যাতে ট্যাক্সধারীও তার প্যানেল থেকে বুঝতে পারে।
এই ফিচারের মাধ্যমে মোট জনসংখ্যা, পারিবারের শিশু, শিক্ষার্থি, বেকার, সরকারী সুবিধাভোগিসহ বিভিন্ন তথ্য দেখা যায়।
এই ফিচারের মাধ্যমে এসডিজি গৌল বাস্তবায়নের তথ্য সন্নিবেশিত করা।এ ছাড়াও পানির ও স্যানিটেশন অবস্থা পরিসংখ্যান পাওয়া যায়।
এই ফিচারের মাধ্যমে ট্যাক্সদাতারা ঘরে বসেই মোবাইল ব্যাংকিং এর সাহায্যে সহজেই তাদের কর পরিশোধ করতে পারবেন।
এই ফিচারের মাধ্যমে ধার্যকৃত ট্যাক্স, আদায় রিপোর্ট , আদায় বিবরনী রিপোর্ট, বকেয়াসহ জানা যায়।
এ ফিচারের মাধ্যমে ট্যাক্সদাতার স্থাপনায় ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেটও প্রদান করা যায়। যাতে স্থাপনা ও মালিকানা নির্ণয় খবুই সহজ হয়।
এই ফিচারে ট্যাক্সদাতার পরিবারের যাবতীয় তথ্য সিস্টেম অথবা ডিজিটাল প্লেটে থাকা কিউআরকোড স্ক্যান করার মাধ্যমে জানা যায়।
এ ফিচারটির মাধ্যমে ট্যাক্সদাতাদের মোবাইলে তথ্যএন্ট্রির লিংক ,ইউজার, পাসওয়ার্ড ,বিল, আদায়ে তাগাদা, গুরুত্বপূর্ণ তথ্যসহ সকল প্রকার এসএমএস দেয়া যায়।
এ ফিচারটির মাধ্যমে নিউজ হাইলাট করা হয়েছে । ইউনিয়ন বা পৌরসভার গুরুত্বপূর্ণ নোটিশ বা সংবাদ নাগরিকদের অবগত করার জন্য দেয়া যায়।
আপনি জেনে খুশি হবেন,দেশের আইটির শীর্ষ অ্যাওয়ার্ডসেও (বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস২০১৮) গার্ভামেন্ট ও সিটিজেন সার্ভিস ক্যাটাগড়িতে এই সফ্টওয়্যারটি চ্যাম্পিয়ন পদক লাভ করেছে।দেশের বাইরেও সুনামের সাথে কাজ করছে।ডিজিটাল ট্যাক্স কালেক্টর প্রকল্পটি গ্রহন করে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান“ গ্রাম হবে শহর” ও ডিজিটাল বাংলদেশ গড়ার কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।